গাঙকুমারী : ত্রিস্তর বয়ানের নাটক
পাঠপর্যালোচনা করেছেন: চঞ্চল আশরাফ সাধনা আহমেদ রচিত ‘গাঙকুমারী’ নাটকের মূল প্রতিপাদ্য বিশেষ এক কালপর্বের স্থানিক রাজনীতির কবলে পড়া মানুষের জীবনসংগ্রাম। এর সঙ্গে জড়িয়ে আছে ধর্মবিশ্বাস, লোকজীবন, কেন্দ্রনির্দেশিত ক্ষমতার প্রভাব। নাটকে অন্তর্ভুক্ত তেত্রিশটি চরিত্রের মধ্যে তিনটির সঙ্গে রয়েছে ক্ষমতাকেন্দ্রের সর্ম্পক—বাকি বেশির…